কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ৫ হাজার ৪ শ’ ১০ প্যাকেট কিংস সিগারেট ও ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে কলাপাড়া পৌর শহরের রহমতপুর ও শিকদার সড়ক এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত দিলীপ কুমার পাল (৩৯) ও মিলন হোসেনকে (৪১) ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, পাইকাররা তাদের সঙ্গে প্রতারণা করেছে। নকল সিগারেট বিক্রি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দণ্ড কার্যকর করা হয়। পরে জব্দকৃত সিগারেট পুড়িয়ে দেওয়া হয়। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ চক্র এমন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
দৈনিক /রাসেল/রাসেল