স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভবানীগঞ্জ গোডাউন মোড়ের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা টি অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনিত প্রার্থী ডা: আব্দুল বারী সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য
রেজাউল করিম বাচ্চু, কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম আলী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ মজিদ খাঁন, গোলাম মুর্তজা, সদস্য আবুল হোসেন, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌরসভার আমির শহিদুজ্জামান মীর, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফা, শিবির সদস্য আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামী ও শিবিরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জুলাইযোদ্ধাদের উপর নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হামলাকারীরা অস্ত্রধারী। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সকল অস্ত্র উদ্ধার করা হোক। আওয়ামী সন্ত্রাসীদের হাতে অস্ত্র মানে কেউ নিরাপদ না। তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। শুধু গোপালগঞ্জ নয় সারা দেশের সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচার করা হোক। গোপালগঞ্জ আলাদা কোন রাষ্ট্র না। বাংলাদেশেরই একটি অংশ। তাই তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপর হামলা মেনে নেয়া যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। বাংলার মাটিতে কোন অস্ত্রধারীর স্থান হবে না। দেশ থেকে অনিয়ম দুর্নীতি ফ্যাসিবাদী দূর করতে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা।
দৈনিক/ খবর /সমিত