মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের হাবিব।
আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা আঃ মোতালেব, আব্দুল লতিফ মাস্টার, তোফাজ্জল হোসেন, নিরঞ্জন দাস, কুকুরটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ উল্লাহ,মোঃ লুৎফুর রহমান, আবু বক্কর সিদ্দিক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তরুণ, শ্রীনগর থানার এস আই আশিকুর রহমান, ,শিক্ষা অফিসার জাহেদা আক্তার, সহকারী শিক্ষা অফিসার সিতারা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মদন গোপাল সাহা, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আসিফ নেওয়াজ, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম, জুমান শেখ, জুই।
বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করেছিল। পাকিস্তান হানাদার বাহিনী এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, চিকিৎসক, কুশলী আইনজীবী ক্রীড়াবিদসহ দেশের কৃতি সন্তানকে হত্যা করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
দৈনিক খবর /শরীফুল