শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • প্রযুক্তি

    ৪০ লাখ টাকা লোন দিবে বলে হাতিয়ে নিলো ৭২ হাজার টাকা!

    বিশেষ প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ ইং
          167
    ছবি: অনলাইন প্রতারক
      Print News

    বিশেষ প্রতিনিধি:



    মালয়েশিয়া প্রবাসী খোকন ফেসবুকে প্রবাসীদের লোন দিচ্ছে এমন ভিডিও দেখে ফোন করেন। অপরপ্রান্তে থেকে বলেন আমি হাজী নাসির উদ্দিন বলছি ইন্টার ন্যাশনল ব্যাংক থেকে। আপনি যেহেতু প্রবাসী আপনাদের সহজ শর্তে লোন দেয়া হবে।আপনার পাসপোর্ট ,ভিসা, বেতনের রশিদ ও ছবি আমাদের কে পাঠান।লোনের জন্য ফাইল তৈরি করি।


    প্রবাসী খোকন নাসির উদ্দিনের কথা মতো সব কিছু তার ইমু নাম্বারে 01305517831 পাঠান।এক দিন পরে ফোন করে বলেন আপনার লোন পাস হয়েছে । যে একাউন্টে টাকা নিবেন সেই একাউন্ট নাম্বার পাঠান সাথে আবেদন জমা দেয়ার খরচ বাবদ ৬৫০০ টাকা বিকাশ করেন। আগামী কাল আপনার একাউন্টে ৪০ লাখ টাকা চলে যাবে। মালয়েশিয়া প্রবাসী খোকন তার কথা মতো নাসির উদ্দিনের বিকাশ নাম্বার 01305517831 এ ৬৫০০ টাকা পাঠান।


    কিন্তু লোনের ৪০ লাখ টাকা আর আসেনা।খোকন প্রতারক নাসির উদ্দিনের কাছে ফোন করে বলে টাকা তো আসে নাই স্যার, নাসির উদ্দিন বলে ব্যাংকের কিছু খরচ আছে আপনি আরো ১১৭০০ টাকা বিকাশ করেন। প্রবাসী খোকন কোন কিছু চিন্তা না করে আগের বিকাশ নাম্বারে ১১৭০০ টাকা বিকাশ করেন। তার কিছু ক্ষণ পরে সঞ্চয় জমা করতে হবে বলে আবারো টাকা দাবি করে এই ভাবে ছয় বাসে ৪৮৭০০ টাকা হাতিয়ে নেন প্রতারক নাসির উদ্দিন।


    তিন দিন পরে নাসির উদ্দিন বলে আমাদের ব্যাংকের বড় ম্যাডামের সাথে কথা বলেন তিনি বলতে পারবে কেনো টাকা এখনো যায়নি।


    বড় ম্যাডাম বলে ৪৫ মিনিটের মধ্যে টাকা যাবে আপনার একাউন্টে। আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি এখানে ১৩০০০ টাকা পাঠান। বড় ম্যাডামের বিকাশ নাম্বার (01898674216) একটু পরে ফোন করে বলে স্যার আপনার একাউন্টে সমস্যা ৪০ লাখ টাকা একবারে নিতে চাইলে আপনাকে আরো ১০২০০ টাকা দিতে হবে। খোকন বাংলাদেশে তার ভাবি,ভাতিজাকে দিয়ে তাদের কথা মতো মোটা 71900 টাকা দেন। এর পরে তাকে ইমুতে ব্লগ দেন।অন্য নাম্বার থেকে ফোন দিলেও ফোন ধরছেন না।


    মালয়েশিয়া প্রবাসী খোকন বলেন ওদের কথা শুনলে যে কেও ওদের বিশ্বাস করবে।ওরা আমার মতো অনেক প্রবাসীকে বোকা বানিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। যেহেতু ওরা বাংলাদেশের বিকাশ নাম্বার দিয়ে টাকা নিচ্ছে বিকাশ নাম্বার টেক করে ওদের ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রইলো।

    দৈনিক /খবর /শরিফুল 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 798802