বর্ণাঢ্য আয়োজনে আমরা কলাপাড়াবাসী সংগঠনে’র ১০ বছর পূর্তি উদযাপন


আনন্দ শোভাযাত্রা

১৭ ডিসেম্বর ২০২৪ ইং
কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া প্রতিনিধি:



বর্ণাঢ্য আয়োজনে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনে'র ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাঁটা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসবে কলাপাড়ার গণ্যমান্য ব্যক্তিরা তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কলাপাড়া অডিটোরিয়ামে ১০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুস সাকিব। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, রহমাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, কলাপাড়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক, মোস্তফা জামান সুজন। 


এ ছাড়াও উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও একাত্তর টেলিভিশন সংবাদদাতা মিলন কর্মকার রাজু, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি বিল্লাল খান কাবুল,  কলাপাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, আপন নিউজের সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ, তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম নাইম প্রমুখ। 


একটি সুন্দর ঐক্যবদ্ধ কলাপাড়া গড়ার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


মুক্তির ৭১/নিউজ /রাসেল