নিউজ ডেস্ক:
বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানে।
আজ বুধবার ৫ মার্চ সকালে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি জানায় , রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে আঘাত হানে।
ভূমিকম্পটি সিলেটে অনুভূত হয় তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।