শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • জীবনযাপন

    ফেনী জেলা ব্লাড গ্রুপের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

    বিশেষ প্রতিনিধি থেকে
    প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ইং
          15
    ছবি: ফেনী জেলা ব্লা/ড গ্রুপের ফ্রি ব্লা/ড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
      Print News



    বিশেষ প্রতিনিধি:


    গত মঙ্গলবার ৮ জুলাই সকাল ১১ থেকে ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়ন  চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় প্রায় ৪০০ শতাদিক ফেনী জেলা ব্লা/ড গ্রুপের পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। 


    এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ব্লা/ড গ্রুপের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক আমির হোসেন রিয়াজ, সহ সহকারী পরিচালক এমাজ সিদ্দিক, প্রচার সম্পাদক মুজাহিদ হোসেন সাইমুন সহ র/ক্ত বিষয়ক সম্পাদক ফয়সাল করিম রিদয়, সিনিয়র মডারেটর নাইম পাটোয়ারী,সিনিয়র মডারেটর  সিফাত,সিনিয়র মডারেটর নীরব চৌধুরী ও ফিরোজ হোসেন,আশ্রাফ ফাহাদ সহ চম্পক নগর এলাকার রাজু,সাকিব,ছামির, মুন্না,জাহিদুল,মোরশেদ। 

    এই অনুষ্ঠানের প্রথম থেকে কথা দিয়ে পরামর্শ দিয়ে সাপোর্ট করেছেন ঐ এলাকার প্রবাসীরা এবং জাপর ভাই সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা,মোহাম্মদ ইউনুস ভাই মানারাত হাসপা/তাল, ফেনী জেলা ব্লা/ড গ্রুপকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে মাজহারুল ইসলাম ভাই ম্যানাজার মানারাত হাসপাতাল, ফেনী জেলা ব্লা/ড গ্রুপের সভাপতি বিশিষ্ট ইলেক্ট্রনিক্স ব্যাবসায়ী মো: সাইদুল ইসলাম রুবেল মজুমদার, সহ সভাপতি সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মো আরিফ, সহ সভাপতি সৌদি আরব প্রবাসী  জাকির হোসেন ফরায়েজী, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শওকত উল্লাহ সুমন, সহ সাধারণ সম্পাদক পি এস সাইফুল এবং অত্র গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হাসান ফরায়েজী সহ সকল কমিটি বৃন্দ কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন যারা এই ব্লা/ড ক্যাম্পেইনে কথা দিয়ে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আয়োজন সম্পূর্ণ করেছে, পরিচালক মোহাম্মদ হাসান ফরায়েজী আশাবাদী। 


    ব্লা/ড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি আয়োজনে সার্বিক  সহযোগিতা করেন মানারাত হাসপা/ তাল- ছাগলনাইয়া আয়োজন করেন, নিশি ইভেন্ট ম্যানেজমেন্ট,চম্পক নগর বাজার এ সময় সাধারণ মানুষের উপস্থিততে ৪ শত মানুষের র/ক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়।

    দৈনিক /খবর /তানভীর 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 859892