মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে আলমপুর খালে ১৩ জুলাই শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর দিক নির্দেশনায় অবৈধভাবে আড়িয়াল বিলের মাটির উপর স্তর কর্তন ও ভরাটের করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল । মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ২ জনকে কারাদণ্ড ও মোট ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় শ্রীনগর থানা পুলিশ সহোযোগিতা করেন।
মামলা সংখ্যা : ৩ টি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল বলেন, আড়িয়াল বিলসহ শ্রীনগর উপজেলায় জনস্বার্থে অবৈধ ড্রেজার ও বালি ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।