শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • সাহিত্য পাতা

    কবিতা: এখনো তোমাকে ভালোবাসি - রেখা

    সাহিত্য ডেস্ক থেকে
    প্রকাশ: ৩০ জুন ২০২৪ ইং
          467
    ছবি: কবি ফাতেমা ইসরাত রেখা
      Print News

    সাহিত্য ডেস্ক:



    তুমি আমাকে ভালোবাসা কি, তা শেখালে 

    তুমি আমাকে একটা জীবন শেখালে-

    কিভাবে বুকের ভেতর আগলে রাখতে হয় 

    কিভাবে নিজেকে হারিয়ে ভালোবাসার মানুষটার

    আবেগ অনুভূতি ছুঁয়ে তার মাঝে বাঁচতে হয়। কিভাবে একটা মানুষ অন্য একটা মানুষের স্বপ্ন হয় 

    কি সুনিপুণ অধিকারবোধে আমার হৃদয়ে দখল নিলে! 

    অথচ এখন আমি আপন হৃদয়ে ভূমিহীন চাষী 

    একটা অপূর্ণ শিক্ষা কিন্তু দিয়েছিলে তুমি আমায়। 

    কখনো শিখাওনি হারিয়ে গেলে কিভাবে কষ্ট সহ্য করতে হয় 

    কখনো বলোনি তো! ভালোবাসলে শূন্যতা নিয়ে বাঁচতে হয়।


    তুমি আমাকে দর্শন শেখালে জীবনবোধের 

    শেখালে সংগ্রাম, ধৈর্য আর নিরাশার হাতছানি 

    কখনো ভীষণ খেয়ালী তুমি আত্মমগ্ন আপন কর্মে 

    কখনো বা স্বপ্নময় ঝরা পালকে ভেসে আসা স্নিগ্ধতা। 

    তুমি আমার আকাশ নীলে উড়ে যাওয়া মেঘপুঞ্জ 

    বুকের ভেতর পুষে রাখা পরম মমতায় গড়া একফালি চাঁদ।

    তবুও কেমন অন্ধকার এসে তোমাকে ভাসিয়ে নিয়ে যায় 

    দূরে নক্ষত্রের ভিড়ে তুমিও পাথর তখন নির্বাক চেতনায় 

    তুমি আমাকে কেবল তোমাকে ভুলে থাকার মন্ত্রটা শেখালে না। 


    এখন লোকে আমাকে দেখে পাগল বলে, হাসে অদ্ভুত চোখে কেউ বা তাকায়, কেউ কেউ করুণা করে ভালোবাসতে চায়,

    আমি হাসি, আর ভাবি, আমি তো কিছু চাইনি কারো কাছে 

    আমি তোমাকে ভালোবেসে শুধু একটু ভালো থাকতে চেয়েছি।

    তোমাকে নিয়ে শত সহস্র চড়াই উৎরাই পাড়ি দিয়ে 

    স্বপ্নের তরিতে ভেসে কবিতা লিখতে চেয়েছি শুধু,

    ভালোবেসে বাঁচতে চেয়েছি একটি জন্ম থেকে সহস্র জন্ম 

    আমি তো এখনো কবিতা লিখি শুধু তোমাকে ভালোবাসি তাই। 

    আসলে কি জানো! সবার মাঝেই একজন অমলকান্তি থাকে 

    সবাই রৌদ্র হতে চায় না কেউ কেউ রৌদ্রে পুড়তেও চায়, পুড়তে জানে।

    কবি ফাতেমা ইসরাত রেখা 

    সাহিত্য সম্পাদক 

    মুক্তির ৭১ নিউজ ডট কম 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 798982