শিরীনা ইয়াসমিন:
শিরদাঁড়া বেয়ে আকাঙ্ক্ষার জল নেমে গেছে সাগরে
জলকেলিতে মেতে অসহ্য স্বাদের ফল কুড়াচ্ছি দুজন।
কিছুটা গোপনে!
বিস্তীর্ণ রোমশ বুকে ভালোবাসার ভৌগোলিক সীমারেখা টেনেছি,
সীমানায় পুতেছি মাইন।
পা পড়লেই প্রচণ্ড বিস্ফোরণে ক্ষতবিক্ষত হবে।
মনকে বেঁধেছি রূপের জালে
আঁচল তুললেই স্বর্গীয় ডাসা ফল মুগ্ধ করবে তোকে।
তোর বড়ো জল প্রিয় নারে!
তাইতো জলেতে বেঁধেছি ঘর
সেই ঘরে নেমেছে স্বর্গ, মুখের কাছে স্বর্গীয় ফল
খিলখিল হাসে স্বর্গ আমাদের বাহুবন্ধনে।
বাঁকে বাঁকে রয়েছে অমৃত,
অমৃত ফল দেহে দেবে স্বর্গীয় দোতনা
চেখে চেখে নেমে যাবি অরণ্যে
সাগর থেকে মহাসাগর
তারপর পৌঁছে যাবি রোমাঞ্চের সর্বোচ্চ মোকামে।