শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে শেকৃবি ছাত্রশিবির আয়োজন করছে "নবীনবরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল"। ইসলামী মূল্যবোধ চর্চা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শেকৃবি ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের ঘোষণা দেয়, যা পরে সফলভাবে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ইসলামী সাহিত্য ও শিক্ষামূলক বই বিতরণ করা হয়, যা ব্যাপক সাড়া ফেলে।
উল্লেখ্য, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাত দিনব্যাপী গণইফতার কর্মসূচি পালিত হয়, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদ চত্বর মুখরিত হয়ে ওঠে।
শেকৃবি ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন শিক্ষার্থীদের ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করা ও তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দৈনিক /খবর /আশরাফুল